Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জসসমূহ

সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে জেলা সমবায় কার্যালয়, কুষ্টিয়া বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুণগত মান উন্নয়নে সারাদেশে উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন,  সমবায় পণ্য উৎপাদন ও  বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। বিগত তিন অর্থবছরে মোট ১৩৪ টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং ৬০১৪ জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা হয়েছে।  ২০২১-২২ সনে ৫৭২ টি, ২২-২৩ সনে ৫৭৪ টি এবং ২৩-২৪ সনে ৫৭২ টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ১৬২৫ জন সমবায়ীকে ভ্রাম্যমাণ প্রশিক্ষণের মাধ্যেমে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে ১৩১৯ জনের আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ‘রূপকল্প ২০৪১’ ‘এসডিজি অর্জন এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সমবায় অধিদপ্তর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরের আশ্রয়ন প্রকল্পের আওতায় বিগত ০৩ বছরে (ক্রমপুঞ্জিভূত) ২১.৩০ লক্ষ টাকা ঋণ বিতরণ ও ১৫.৪৬ লক্ষ টাকা আদায়, আশ্রয়ণ ফেইজ-২ প্রকল্প হতে (ক্রমপুঞ্জিভূত) ১৩.৫৩ লক্ষ টাকা বিতরণ ও ১০.৯৮ লক্ষ টাকা আদায়, আশ্রয়ন-২ প্রকল্পে  (ক্রমপুঞ্জিভূত) ২৪.০০ লক্ষ টাকা ঋণ বিতরণ ও ৯.৬২ লক্ষ টাকা আদায় করা হয়েছে।