সমবায় অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীল ও টেকসই সমবায় গঠনে জেলা সমবায় কার্যালয়, কুষ্টিয়া উৎপাদনমূখী সমবায় সমিতি গঠনে কাজ করে যাচ্ছে। এ দপ্তর ২০২৪-২০২৫ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করে যাচ্ছে। সমবায় এর সংখ্যা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য অবসায়নে ন্যস্ত সমবায় সমিতি অবসায়ন কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করা, ই-রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু এবং ই-সার্ভিসের আওতায় বিদ্যমান সমবায় সমিতিগুলোর প্রোফাইল ব্যবস্থাপনার জন্য অনলাইনে রিরেজিষ্ট্রেশন কার্যক্রম পরোপুরি ভাবে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উপজেলাভিত্তিক নির্দিষ্ট সংখ্যক সমবায় সমিতি চিহ্নিত করে মডেল সমবায় সমিতি সৃজন করা হবে । উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জেলা সমবায় কার্যালয়ের নাগরিক সেবা সহজ করা এবং ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা প্রদান করার মাধ্যমে সমবায়ী উদ্যোক্তা সৃষ্টি ও স্ব-কর্মসংস্থানের পথ সুগম করাও অন্যতম লক্ষ্য। সমবায়ের মাধ্যমে দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের নিকট সুলভ মূল্যে পৌছে দেয়ার লক্ষ্যে সমবায় পণ্যের ব্রান্ডিং, বাজারজাতকরণে সহায়তা করা হবে। এছাড়া সমবায়ের মাধ্যমে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর মহিলাদের সরাসরি ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ও আর্থিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য নতুন প্রকল্প/কর্মসূচি গ্রহণের নিমিত্ত সমবায় অধিদপ্তরে সুনির্দিষ্ট প্রস্তাব দাখিল করা হবে। এছাড়াও জেলার ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট কর্তৃক নিয়মিত ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, কুষ্টিয়ায় সমবায়ীদের বিভিন্ন ট্রেডে যেমনঃ সমবায় ব্যবস্থাপনা, সমিতি হিসাব সংরক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ব্লক বাটিক, ক্রিস্টাল শোপিচ,মোবাইল সার্ভিসিং, মৃৎশিল্প, মৌ-চাষ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস